::প্রাইভেট ও কোচিং সেন্টার বন্ধ করে শিক্ষার্থীদের বিদ্যালয় মুখি এবং শিক্ষার মান উন্নয়নের লক্ষে সরকারী নির্দেশনা অনুযায়ী ত্রিশাল এই প্রথম সতর্ক বার্তা জারি করলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাকির।
বুধবার পৌর শহরসহ উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে এ সকর্ত বার্তা জারি করা হয়।
এতে বলা হয়, বৃহস্পতিবার থেকে পরবর্তি ঘোষণা না দেয়া পর্যন্ত সকাল ৬টা থেকে বিকাল ৪টা পর্যন্ত উপজেলার সকল স্থানে কোচিং ও প্রাইভেট প্রগ্রাম বন্ধ রাখার জন্য নির্দেশ দেয়া হয়। ইউএনও’র এমন উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অভিভাবক মহল।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল্লাহ আল জাকির জানান, শিক্ষার্থীদের শতভাগ বিদ্যালয়মুখি করার জন্য কোচিং ও প্রাইভেট প্রগ্রাম বন্ধের নির্দেশ দেয়া হয়েছে। স্কুল সময়য়ে কোচিং সেন্টার চালানোর ফলে বিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকে, তাই সরকারী নির্দেশনা অনুযায়ীই তা বন্ধ করা হয়েছে।