ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেশের সর্ব কনিষ্ঠ মনোনয়ন প্রত্যাশী হিসেবে মনোনয়ন পত্র জমা দিয়ে আলোড়ন সৃষ্টি করেছে শাহ্ মোঃ শাহাবুল আলম। ময়মনসিংহ -৭ (ত্রিশাল) আসন থেকে নির্বাচন করতে চান এই ছাত্র নেতা।
বাংলাদেশ জাতীয়তাবাদী (বিএনপি) দলের সর্বকনিষ্ঠ ও তরুন প্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী। একাধিক মিথ্যা মামলায় বার বার কারা নির্যাতিত, কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির প্রতিষ্ঠাতা, নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি, বর্তমান ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর অন্যতম সদস্য, পরীক্ষিত সাহসী ও ত্যাগী ছাত্রনেতা শাহ্ মোঃ শাহাবুল আলম।
মাত্র ২৮ বছর বয়সে তার প্রার্থী হওয়ার কারন সম্পর্কে বলেন, আমার এই বয়সে প্রার্থী হওয়ার কথা না থাকলেও আমার এলাকার অসংখ্য শুভাকাংখি অনুরোধে আমাকে মনোনয়ন পত্র কিনতে ও জমা দিতে হয়েছে। আমার নির্বাচনী এলাকা ময়মনসিংহ-৭ ত্রিশালে বিএনপির রাজনীতি গত ১০ বছর যাবত কয়েকটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে। এই বিভক্তির কারণে গত ১০ বছর আন্দোলন সংগ্রামে স্থানীয় শীর্ষ কোন নেতাকেই রাজপথের আন্দোলনে সক্রিয় হতে দেখা যায়নি। এমতাবস্থায় কেন্দ্র থেকে ঘোষিত প্রতিটা কর্মসূচিতে আমি সক্রিয়ভাবে অংশগ্রহণ করি। যার প্রেক্ষিতে আমাকে বার বার কারাবরণ করতে হয়েছে। আমার কারণে আমার পরিবারও নির্যাতনের স্বিকার হয়েছে। এই নির্বাচনটা হচ্ছে আন্দোলনের একটা অংশ,বিগত দিনে যেহেতু রাজপথে ছিলাম এবং আছি সেহেতু আমি এই আন্দোলনের সংগ্রামে আমি নিজেকে নিয়োজিত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে আমি মনোনয়ন পত্র জমা দিয়ে আন্দোলনের অংশ হয়েছি।
শাহাবুল আলমের মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক আলোড়ন তৈরি হয়েছে ত্রিশালের রাজনীতিতে। সবত্রই চলছে আলোচনা। শাহাবুল আলমের শুভাকাংখিরা সামাজিক যোগাযোগ মাধ্যম গুলিতে তার পাশে থাকার প্রত্যয় ব্যাক্ত করে একের পর এক ভিডিও আপলোড করে যাচ্ছে। প্রতিটা ভিডিওতে কেন্দ্রের দৃষ্টি আকর্ষন করে শাহাবুলকে মনোনয়ন দেয়ার ব্যাপারে জোর দাবী জানাচ্ছে। তাদের আশা, বার বার কারা নির্যাতনের পরও যেহেতু শাহাবুলকে আন্দোলন সংগ্রাম থেকে বিরত রাখা যায়নি, দলের প্রয়োজনে বার বার ছুটে গিয়েছে। দলের জন্য তার অকৃত্তিম ভালোবাসা ও ত্যাগের কথা মাথায় রেখে ত্রিশালের মানুষ ও তৃণমূলের মাঝে তার গ্রহণযোগ্যতার দিকে যদি নজর দেয় তাহলে সে অগ্রাধীকার ভিত্তিতে নমিনেশন পাবে বলে আশাবাদ ব্যাক্ত করছেন ত্রিশাল আসনের আপামর জন সাধারণ।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির গুলশান কার্যালয়ে ত্রিশাল আসন থেকে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাতকারের সময় অন্যসব প্রার্থীদের সাথে আলোচনা ছাড়াও শাহ্ মোঃ শাহাবুল আলমের সাথে ব্যাক্তিগত ভাবে কথা বলেন তারেক রহমান। যার প্রেক্ষিতে শাহ্ মোঃ শাহাবুল আলমের শুভাকাংখিরা অন্যদের থেকে একটু বেশিই পাবে বলে প্রত্যাশা করছেন।