আরিফ রববানী,ময়মনসিংহ:ময়মনসিংহের তারাকান্দায় শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল সহ চত্বরের চারপাশে ও রাস্তার পাশে থাকা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার (২০জুলাই) শহরের শহীদ মিনার প্রাঙ্গন ও শহীদ মিনার সংলগ্ন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, ভাষা সৈনিক শামছুল হক ম্যুরাল সহ চত্বরের চারপাশে ও রাস্তার পাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনায় অভিযান চালানো হয়। এসময় ওই এলাকার রাস্তার পাশে গড়ে ওঠা শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত নেতৃত্বাধীন মোবাইল কোর্ট। এছাড়াও এসময় বিদ্যুৎ সাশ্রয় এর অংশ হিসেবে স্থাপনা সমূহের অবৈধ বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় সহকারী কমিশনার (ভূমি) জিন্নাত শহীদ পিংকি, স্যানেটারী ইন্সপেক্টর, পুলিশ বিভাগের সদস্যবৃন্দ, স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ উপস্থিত ছিলেন
উপজেলা নির্বাহী অফিসার মিজাবে রহমত জানান, ময়মনসিংহ থেকে শেরপুর সড়কের পাশে এসব অবৈধ স্থাপনার ফলে যানজট লেগেই থাকে,দুর্ঘটনার ঝুঁকি থাকে,ফলে সড়কের উচ্ছেদের আগে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছিল। কিন্তু অবৈধভাবে গড়ে তোলা স্থাপনা সরিয়ে না নেওয়ায় বুধবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করে এ সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। তিনি বলেন- যানজট নিরসনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এধরণের অভিযান অব্যাহত থাকবে। অভিযান সফল করতে উপজেলার সর্বস্তরের জনতার সার্বিক সহযোগিতা প্রত্যাশা করেন ইউএনও মিজাবে রহমত।
এদিকে যানজট মুক্ত উপজেলা গঠনে অবৈধ দখলদার উচ্ছেদ করে নিরাপদ শহর উপহার দেওয়ায় অভিযান কে স্বাগত জানিয়ে উপজেলা নির্বাহী অফিসারকে ধন্যবাদ জানিয়েছেন তারাকান্দা উপজেলার সচেতন মহল।