মোঃ আসাদুল ইসলাম মিন্টুঃ শনিবার ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ত্রিশাল উপজেলা প্রশাসন দিনব্যাপী নানা কর্মসূচির আয়োজন করেছে।২৬শে মার্চ ১ম প্রহরে সূর্যদয়ের সাথে ত্রিশালের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে আয়োজনের সূচনা করা হয়।
সকালে ত্রিশাল সরকারি নজরুল একাডেমী মাঠে জাতীয় পতাকা উত্তোলন ও হাজারও কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।
ময়মনসিংহের ত্রিশালে যথাযোগ্য মর্যাদায় ও উৎসব মুখর পরিবেশে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়েছে।
উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, কৃষকলীগ, শ্রমিকলীগ সহ অন্যান্য সহযোগী সংগঠন দিনটি কে নানা আয়োজনে শ্রদ্ধার সাথে পালন করে।
এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা কুচকাওয়াজ, মনোমুগ্ধকর ডিসপ্লে প্রদর্শন করেন।
বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় সুধী জন উৎসুক জনতা স্কুল মাঠের অনুষ্ঠান উপভোগ করেন। পরে জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেয় স্থানীয় প্রশাসন।
এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা পরিষদের চেয়ারম্যান, সাবেক সাংসদ, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল মতিন সরকার।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার আক্তারুজ্জামান,
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ,ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ,মহিলা ভাইস-চেয়ারম্যান মাহমুদা খানম রুমা,ত্রিশাল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইন উদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এ ছাড়াও উপজেলার বিভিন্ন সরকারি-বেসকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নানা আয়োজনে দিবসটি পালন করা হয়।