আরিফ রববানী ময়মনসিংহঃ ময়মনসিংহের সদর উপজেলায় আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সারাদেশে ১ কোটি নিম্ন আয়ের প্রতিটি পরিবারেকে (২ বার) ভর্তুকি মূল্যে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। ২০ মার্চ রবিবার সকালে উপজেলার অষ্টধার ইউনিয়ন পরিষদ ও পরাণগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে যৌথভাবে ভর্তুকি মূল্যে পণ্য বিক্রির শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফ হোসাইন ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম ।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা ও স্থানীয় ইউপি চেয়ারম্যান এমদাদুল হক আরমান,থানার পুলিশ কর্মকর্তাবৃন্দসহ উক্ত ওয়ার্ডের জনসাধারণ। উপজেলার ২২হাজার ৫৬৮ জন ভূক্তভোগী পরিবার টিসিবির পণ্য পাবেন। প্রতিটি ইউনিয়নের নির্ধারিত স্থানে ভ্রাম্যমান ট্রাকে পর্যায়ক্রমে তা সরবরাহ ও বিক্রয় করা হবে। এতে প্রতিটি পরিবার প্রতিবার ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল পাবেন।
উল্লেখ্য যে, মানুষজন অত্যন্ত উৎসব মুখর পরিবেশে পণ্যগুলো ক্রয় করেছেন।