মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকায় মাস্ক বিহীন ঘোরাফেরা করার দায়ে ৬ জন পথচারীকে অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
আজ ১৩ জুন ২০২১ইং উপজেলা সহকারি কমিশণার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিনের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার এলাকায় মাস্ক বিহীন ঘোরাফেরা করার দায়ে ০৬ জনকে পৃথক ০৬টি মামলায় অর্থদন্ড দেয়া হয় এবং একই সাথে মাস্ক ক্রয় করতে অক্ষম পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়।
ভালুকা উপজেলা সহকারী কমিশণার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাইন উদ্দিন জানান, আজ বাজার এলাকায় মাস্ক বিহীন ঘোরাফেরা করার দায়ে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জন পথচারীকে অর্থদণ্ড করা হয়েছে। এসময় যারা গরীব অসহায় মাস্ক কিনতে অক্ষম তাদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন,কোভিড-১৯ এর ভয়ংকর ভ্যারিয়েন্ট (ডেল্টা) বাংলাদেশে বিপদজনক হারে সংক্রমিত হওয়ায় এবং প্রত্যন্ত এলাকায় ছড়িয়ে পড়ায় ঘরের বাহিরে অবস্থানকালীন সকলকে সর্বাবস্থায় মাস্ক পরিধান করতে হবে।
মাস্ক এর ব্যবহার নিশ্চিত করতে ভবিষ্যৎ এ অভিযান অব্যাহত থাকবে।