বিশেষ প্রতিনিধিঃ বাংলাদেশে করোনা ভাইরাসের ২য় ঢেউ মোকাবেলায় চলমান লকডাউনে সৃষ্ট অচলাবস্থায় কর্মহীন হয়ে পড়েছে মানুষ। দেশে বিভিন্ন জেলাশহর থেকে শুরু করে সর্বত্রই বিভিন্ন সামাজিক সংগঠন সাহায্যের হাত বাড়িয়ে দেশেই ক্রান্তিকালে দরিদ্র মানুষের পাশে থেকে দেশকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।তারই ধারাবাহিতায় ত্রিশাল উপজেলার বিভিন্ন ইউনিয়নের অসহায় মানুষদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট।
শনিবার(২৪এপ্রিল) ময়মনসিংহের ত্রিশালের ধানীখোলা ইউনিয়নের দক্ষিণ ভাটিপাড়া গ্রামের জহিরুল উলুম দাখিল মাদ্রাসার মাঠে নুরুদ্দিন খান ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অসহায় ও অসচ্ছল হতদরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ, চাল সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ট্রাস্টের পরিচালক মনিরুল হক খান বলেন, চলমান এই মহামারির সময়ে নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট অসহায় খেটে খাওয়া মানুষের মাঝে সাধ্যমত সাহায্যের হাত বাড়িয়েছে।আমরা আশা করি এভাবে অন্যান্য সমাজিক সংগঠনসহ স্বহৃদয়বানরা এগিয়ে আসবে।
তিনি আরও বলেন ইনশাল্লাহ নুরুদ্দীন খান ওয়েলফেয়ার ট্রাস্ট সব সময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে ।