মোমিন তালুকদার, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ দেশব্যাপী করোনা মহামারি (কোভিট—১৯) পরিস্থিতি ও রমজান মাস উপলক্ষ্যে জনসাধারণের প্রাণীজ পুষ্টি নিশ্চিতকরণে ত্রিশাল উপজেলা পরিষদ ও প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের উদ্দোগ্যে ভ্রাম্যমান দুধ, ডিম ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে ত্রিশাল উপজেলা পরিষদ চত্তরে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রাণীসম্পদ ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রাণীসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিপি), প্রাণীসম্পদ অধিদপ্তর, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় ভ্রাম্যমাণ বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, ত্রিশাল উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ড.হারুন অর রশিদ, উপজেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহম্মেদ, উপজেলা ভেটেরিনারি সার্জন তানজিলা ফেরদৌস প্রমুখ।