ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: চুরি গেলো বিশ্বের সবচেয়ে দামী ভদকার বোতল। এই আশ্চর্যজনক ঘটনাটি ঘটেছে ড্যানমার্কের একটি বারে।
কোপেনহেগেন পুলিশ জানিয়েছে, বিখ্যাত ক্যাফ-33 বার থেকে চুরি করা এই বোতলটির দাম ১.৩ মিলিয়ন ডলার অর্থাৎ প্রায় ১০ কোটি ৭৬ লাখ ২২ হাজার টাকা। বলা হচ্ছে শুধু দামের দিক দিয়ে নয় এটি বিশ্বের সবচেয়ে দামী মদের মধ্যে একটি।
বিশ্বের মদ প্রেমীদের কাছে ক্যাফ -33 বার একটি আদর্শ স্থান। এই মদের বোতলটি সেরা সংগ্রহের জন্য পরিচিত। এখানে বিশ্বের অনেক দামী মদ সুন্দর বোতলে মধ্যে পাওয়া যায়। এই ক্যাফের বিশেষত্ব হলো এখানে মদ প্রদর্শনের জন্য সাঁজানো থাকে।
যে বোতলটি চুরি হয়েছে সেটা সোনা ও রুপা দিয়ে তৈরি। তারসাথে হিরেও লাগানো রয়েছে। শুধু তাই নয়, বিশেষ কারিগরিও করা হয়েছে বোতলের ওজন প্রায় ৩ কিলোগ্রাম ছিল। এই ক্যাফেতে রাশিয়ান কোম্পানি ডার্টজ মোটরস সবচেয়ে দামী ভদকা রুশো বাল্টিক্ড ভদকা ছিল।
পুলিশ মামলার তদন্ত করছে। ক্যাফ -33-এর মালিক, ‘ব্রায়ান ইঙ্গবার্গ’ তাঁর ফেসবুকে ভদকা বোতলের ছবি পোস্ট করে চুরির খবর দেন।