হিম্মত দাও : প্রবাসী কবি এ আই টিপু

তোদের দেয়া কষ্ট গুলো
যাচ্ছি সহে আজও,
তোদের ব্যাথা দেখে আমার
মনে লাগেনা কাজও!

যতটা কুঁড়ে যাচ্ছিস তোরা
আমার জন্য কবর,
চোক্ষু দুটো বন্ধ করে
ভাবনা কর খবর।

আমার লেখা পড়ে নবীন
দিবে দিনের দাওয়াত,
বাস্তবতায় মেলবে দেখা
কোন এক খাওয়াত।

ঝামেলা আমি করি নাতো
যাচ্ছি লিখে কলমে,
দেহ খানি করে জখম
সারবেনা মলহমে।

আঘাত গুলোর দিচ্ছি জবাব
কবিতা গুলোর মাঝে,
সোনার দেশের মানুষ গুলোর
আসবে লেখা কাজে।

স্বার্থের কথা বলছি বলে
শত্রু হলেন বাবা,
বিয়ের পরে বাবা বলেন
আর কিছু পাবা?

পনের বছর প্রবাস করে
সব টাকা নিলেন,
বিনিময়ে আজকে তিনি
জুতার বাড়ি দিলেন।