ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ( ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় তাকে গুলশান থানা পুলিশ আটক করে। রাত আটটার পরে তাকে সুনির্দিষ্ট অভিযোগে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইয়েংর সদস্য শামসুদ্দিন দিদার জানিয়েছেন, মঙ্গলবার ( ১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে আটক করে নিয়ে যায় গুলশান থানা পুলিশ। কিন্তু, তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তা পুলিশের পক্ষ থেকে স্বীকার করা হচ্ছিল না।
রাত আটটার দিকে এ ব্যাপারে জানতে চাইলে গুলশান থানার ডিউটি অফিসার এসআই সাইফুল ইসলাম বলেন, এ বিষয়ে আমার জানা নেই।
একই থানার গুলশান থানার ওসি আবু বক্কর সিদ্দীকও বিষয়টি এড়িয়ে যান। তিনি জানান, ‘আটকের বিষয়ে আমরা কিছু জানি না। ডিবি বলতে পারবে তাকে আটক করা হয়েছে কিনা।’
এর আধাঘণ্টা পর ডিএমপির জনসংযোগ ও গণমাধ্যম শাখার উপকমিশনার মাসুদুর রহমান বিএনপি নেতা হাবিব উন নবী খান সোহেলকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ‘তাকে ( সোহেল) সুর্নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’