মানুষ এবং বন্যপ্রাণীর মধ্যে একটি সহাবস্থান তৈরী এবং সাধারণ মানুষের মধ্যে বণ্যপ্রাণী, মূলত সাপ নিয়ে সচেতনতা তৈরীর লক্ষ্যে স্নেক রেসকিউ টিম বাংলাদেশ এর “ময়মনসিংহ” শাখা নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। বিপদগ্রস্ত অথবা মানুষের বাসস্থানে ঢুকে পড়া কোন সাপ এবং অন্য বন্যপ্রাণীদের উদ্ধার করে আবার সেগুলোকে প্রকৃতিতে তাদের অবস্থানে ফিরিয়ে দেই।এছাড়াও অসুস্থ সাপ এবং অন্যান্য বণ্যপ্রাণীর চিকিৎসার মাধ্যম্যে সেগুলো সুস্থ করে অবমুক্ত করা হয়।
ময়মনসিংহ এর “এিশাল” সহ সব কয়টি থানায় আমদের প্রশিক্ষিত ছেলে এবং মেয়ে উদ্ধারকর্মীরা সাপ রেসকিউ করছে। এখন পর্যন্ত আমাদের স্নেক রেসকিউ টিম বাংলাদেশ সংগঠন প্রায় ২২০০ টি বিষধর এবং নির্বিষ সাপ উদ্ধার করেছে।
সাপ ছাড়াও প্রায় ১ হাজারের উপরে অন্য বণ্যপ্রাণী উদ্ধার এবং অবমুক্ত করেছে স্নেক রেস্কিউ টিম বাংলাদেশ ।ময়মনসিংহ যে কোন থানায় সাপ রেসকিউ এর জন্য কল করুনঃ০১৭৮০৯৩২৭১৭