সব ধরণের অপরাধ নির্মূলে সকলের সহযোগীতা চাইলেন ওসি শাহ কামাল আকন্দ

আরিফ রববানী, ময়মনসিংহঃ মাদক,জুয়া,চুরি-ডাকাতি,ছিনতাইসহ সকল প্রকার অপরাধ নির্মুলের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বাজার ব্যবসায়ীদের সহযোগিতা চাইলেন  সহযোগিতা চেয়েছেন ময়মনসিংহের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ। তিনি বলেন, ভাবখালী এলাকার সকল সাধারন মানুষ ঐক্যবদ্ধ হওয়ায় থানা পুলিশের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই,আমরাও চাই আইন শৃঙ্খলাসহ কোতোয়ালী মডেল থানা  এলাকার মান মর্যাদা সমুন্নত রেখে একটি সুন্দর ময়মনসিংহ গড়ার লক্ষ্যে  সমাজের সকলকে  সাথে নিয়ে কাজ করতে, যে কোন জায়গায় যে কোন অপরাধমূলক কর্মকান্ড পরিলক্ষিত হলে তাৎক্ষনিক পুলিশকে জানাবেন পুলিশ দ্রুত সময়ের মধ্যে এ বিষয়ে পদক্ষেপ নিবে। যে কোন ধরনের তথ্য উপাত্ত দিয়ে থানা পুলিশকে সহযোগিতা করবেন, এক্ষেত্রে তথ্য প্রদানকারীর নাম ঠিকানা গোপন রাখা হবে। সকলের সহযোগিতা থাকলে কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে সকল প্রকার অপরাধ নির্মুল করা সম্ভব। বর্তমানে কোতোয়ালী এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভাল। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও বেশি ভাল করার জন্য পুলিশের সকল সদস্য দিনরাত কাজ করে যাচ্ছে। গ্রাম্য দাঙ্গা আগের চেয়ে অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। মাদক, জুয়া ও চুরি বন্ধে কোতোয়ালি  থানা পুলিশ প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে।

শুক্রবার বিকালে কোতোয়ালী মডেল থানা এলাকার ভাবখালী পুরাতন বাজারের ব্যবসায়ীদের  সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ একথাগুলো বলেন।

 মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ভাবখালী পুরাতন বাজার বণিক সমিতির সভাপতি শহিদুল ইসলাম শহিদ।  এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাবখালী ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা হারুন অর রশিদ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ভাবখালী পুরাতন বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল করিম সোহাগসহ বাজার বণিক সমিতির অন্যান্য নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন