ত্রিশাল প্রতিদিন ডেস্ক::হাটতে না পাড়লেও নিজের সচেতনতা আর আগ্রহের বহিঃপ্রকাশ ঘটিয়ে স্বামীর পিঠে রওশন । ৫ বছর বয়সে টাইফয়েডে অচল হয়ে যাওয়া দুই পা ঘরে আটকে রাখতে পারেনি তাকে। আর সবার মত ভোটের দেয়ার ইচ্ছা পূরনে স্বামীর ভালবাসা সহযোগিতার হাত তাকে ভোটকেন্দ্রে নিয়ে আসে(স্বামীর পিঠে চড়ে এসে )।
রোববার (২৮ নভেম্বর) ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ি ইউনিয়নের ৯৮ নম্বর কাঁচাচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্রে ভোট দিতে আসেন রওশন বেলা ১১টা দিকে। ভোট দিয়ে তিনি বলেন, ‘আমার একটা ভোটও মানুষের প্রয়োজনে আসতে পারে। কিন্তু আমি যদি বাসায় থাকতাম তাহলে ভোটটা দেওয়া হতো না। প্রার্থীরা আমার মূল্যায়ন না করলেও কোন সমস্যা নাই । তবে আমার মূল্যবান ভোটটা নষ্ট করতে চাই না। তাই আমি ভোট দিতে আসছি। ভোট দিতে পেরে খুব ভালো লাগছে।’
তার স্বামী সোহেল মিয়া বলেন, ‘স্ত্রীর চলাফেরার সমস্যা তাই আমি তার কাছে থেকে তার কাজে সহযোগিতা করি। ভোটের ব্যাপারে সে অনেক সচেতন। তার আগ্রহ দেখেই তাকে নিয়ে এসেছি ভোট দেওয়ানোর জন্য।’