ত্রিশাল প্রতিদিন ডেস্ক::২৭/০৫/২০১৯ রোজ (সোম বার) জল্পনা কল্পনার অবসান করে শপথ নিলেন ত্রিশাল উপজেলা পরিষদের নব নির্বাচিতরা। বিকেল তিনটায় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মাহমুদুল হাছান নবনির্বাচিত জনপ্রতিনিধিদের শপথ বাক্য পাঠ করান। নানা রাজনৈতিক বাধা উপেক্ষা করে নিজেদের জনপ্রিয়তার প্রকাশ ঘটিয়ে ত্রিশালের ইতিহাসে জায়গা করে নিয়েছে নব নির্বাচিতরা।
গত ২৮ মার্চ ত্রিশালে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের আদেশে তা স্থগিত হয়ে যায়। পরে আপিল বিভাগে ওই মামলার নিষ্পত্তি হলে নির্বাচন কমিশন ত্রিশালের নির্বাচনের জন্য ৫ মে দিনতারিখ নির্ধারণ করেন।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচনে ৫১ হাজার ৯৭৯ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. আব্দুল মতিন (আনারস)।
ত্রিশাল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ৪১ হাজার ৪৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির আকন্দ (তালা)।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪২ হাজার ৭৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন মোছা: মাহমুদা খানম (কলস)।
রোববার (৫ মে) রাত সাড়ে দশটায় উপজেলা পরিষদ হলরুমে বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল জাকির।
আর এই জয়ের ফলশ্রুতিতে শপথ গ্রহন করে জনগনের দেখভালের পূর্ন অধিকার গ্রহন করলেন নির্বাচিতরা।
শপথ অনুষ্ঠানে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার ছাড়াও ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আওয়ামী লীগ নেতারা উপস্থিত ছিলেন।