লবনের লংকা কান্ডের মাঝেও ভালুকা কলেজ গেইটে ইত্যাদি ষ্টোরে প্রতি কেজি ২০ টাকা

মো:নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টার:: ময়মনসিংহের ভালুকায় লবন নিয়ে যখন সারাদেশে অসাধু সিন্ডিকেট ব্যবসায়ীদের তুলকালাম ঠিক তখনও সরকারি ডিগ্রী কলেজ গেইটের পূর্ব পাশে রোজ বার্ড স্কুল সংলগ্ন ইত্যাদি ষ্টোরে মোটা লবন প্রতি কেজি ২০ টাকা, চিকন লবন প্রতি কেজি ৩৫ টাকায় বিক্রি করছেন মুদি দোকানদার।

ইত্যাদি ষ্টোরের মালিক আরিফুল ইসলাম শেখ জানান,গতকাল থেকেই সারা ভালুকায় পৌর সদরে প্রতি কেজি লবণ ৫০ টাকা করে বিক্রয় হয়েছে।

ব্যবসায়ী ও লবন ত্রেক্তা বেশ কয়েক জনের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেছে, আজ ১৯ নভেম্বর সকাল থেকে সন্ধা পর্যন্ত অন্যান্য মুদির দোকান গুলোতে দাম গতকালের চেয়ে আরো বৃদ্ধি পেয়ে কেজি প্রতি ৮০-১০০টাকায় বিক্রি হচ্ছে!

কিন্তু সত্যতার নজির স্থাপন করেছেন ইত্যাদি ষ্টোরের মালিক আরিফুল ইসলাম, গতকাল থেকে আজ রাত সাড়ে সাতটা পর্যন্ত প্রায় ৩ শ কেজি চিকন, মোটা লবন প্যাকের গায়ের বিক্রয় মূল্য ২০ টাকা ও ৩৫ টাকায় বিক্রি করে সাড়া ফেলেছেন।

ভালুকার প্রশাসনের পক্ষ থেকে ব্রিফিং করে জানিয়ে দেয়া হয়েছে কেউ যাতে অসাধু ভাবে লবনের প্যাকের গায়ের মূল্যের চেয়ে বেশি মূল্য না রাখে।

যদি এ ব্যাপারে প্রশাসনের কাছে ভোক্তাগণ অভিযোগ দায়ের করে তাহলে অসাধু কারবারিদের অাইনের আওতায় এনে জেল জরিমান করা হবে।