রামপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষকের কৌশলে শিক্ষার্থীরা পড়াশোনায় মনযোগী

শফিকুল ইসলাম, ত্রিশালঃ ময়মনসিংহ ত্রিশালে রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক রেজাউল ইসলামের অভিনব কৌশলে শিক্ষার্থীদের পাড়াশোনায় মনোযোগী হয়ে উঠার গল্প বেশ আলোচিত।

রামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নেতৃত্বে প্রতিনিধি দল প্রতিদিন রাত ১০ টা পর্যন্ত শিক্ষার্থীদের লেখাপড়ার খোজ-খবর নিতে হঠাৎ করেই শিক্ষার্থীদের বাড়ীতে গিয়ে হাজির হচ্ছেন। এতে করে শিক্ষার্থীদের মাঝে উৎসাহ উদ্দীপনায় পড়াশোনায় বেশ মনোযোগ পরিলক্ষিত হচ্ছে।

দশম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্রী হাফসা আক্তার রুনার বাড়ীতে আকশ্মিক উপস্থিতির বিষয়ে ছাত্র অভিভাবক সহ এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়। ছাত্রী রুনার অভিভাবক/পিতা মোঃ নূরুল আমীন তার অনুভূতি ব্যক্ত করে বলেন- প্রধান শিক্ষকের এ ধরণের কৌশলী উদ্যোগে শিক্ষার্থীরা শিক্ষকের সামনে নিজেকে ভাল ভাবে উপস্থাপনের জন্য লেখা-পড়ায় আগের চেয়ে আরও বেশি মনযোগী বলে আমি লক্ষ্য করছি। শিক্ষকদের এই মনিটরিং টিম কোন সময় কার বাড়িতে এস উপস্থিত হয়, যদি পড়ার টেবিলে না পায় সেই আতংক কাজ করে শিক্ষার্থীদের মধ্যে। এ উদ্দ্যোগকে প্রজেটিভলি দেখছেন সচেতন মহল।