যদি যৌবন ফিরে পেতে চান, তাহলে ত্রিশালের চেচুয়া বিলে যান!

দেলোয়ার হোসেন:: হয়তো বয়সের ভারে নুইয়ে পড়েছেন। কিংবা জীবিকার তাগিদে ছুটতে গিয়ে নিজের দিকে তাকানোর পর্যন্ত সময় হয়নি। অনেকে আবার অবহেলা করে শরীরের ক্ষতি করেছেন দিনের পর দিন। তাদের জন্য সুখবর নিয়ে এসেছে বিলের পানি। শুনতে অনেকটা বিজ্ঞাপনের মতো হলেও, বাস্তবে দেখা মিলছে এ মহা ঔষধ। অনেকে এটাকে বলছেন অলৌকিক কাজ। শুধু রুপ যৌবন ফিরে পাবেন তাই নয়, বিলের পানিতে গোসল করলে সেরে যায় রোগ। এমন গুজব ফেসবুকে ছড়িয়ে পড়লে, অনেকে আবার অন্ধ বিশ্বাসে ছুটছেন সেই বিলের দিকে।
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার রামপুর ইউনিয়নের বিররামপুর গ্রামে অবস্থিত সেই চেচুয়া বিল। যেখানে নারী শিশু বৃদ্ধ আবাল সবাই যাচ্ছেন, রোগমুক্তির আশায়, আর মনের বাসনা পূরণে। বিলের পানিতে গোসলের পর অনেকে আবার বোতলে করে নিয়ে যাচ্ছেন পানি। কেউ কেউ কাদা মাটিও সাথে নিয়ে যাচ্ছেন বাড়িতে। তাদের আশা, এই বিলের পানিতেই মিলবে সব কিছু্। পূর্ন হবে মনোবাসনা, ফিরে পাবে হারানো যৌবন।

গত কয়েকদিন ধরেই এই বিলে জড়ো হচ্ছেন মানুষজন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগমুক্তির আশায়, শারিরিক প্রতিবন্ধি, বোবা এমনকি অন্ধ ব্যক্তিরাও আসছেন বিলের পানিতে গোসল করতে। কিন্তু; এখন পর্যন্ত বিলের পানি পান করে, বা গোসল করে কেউ রোগমুক্তি পেয়েছে এমন কথা শোনা যায়নি। সবাই, একটি অন্ধ বিশ্বাসে আসছেন। বিষয়টি এলাকায় বেশ চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা বলছেন, তাদের বাড়িতে বিভিন্ন রোগে আক্রান্ত রোগী থাকলেও, কোন সুফল পায়নি তারা। তাই, কষ্ট করে যারা আসছেন, তারা যেনো না আসে, সেব্যাপারে সচেতন হবার জন্য বলছেন এলাকাবাসী।

বিলের নোংরা পানিতে গোসল করার পর সেই পানি খেয়ে অনেকে অসুস্থ হচ্ছেন। বিষয়টি অনুধাবন করতে পেরে ছুটে এসেছেন স্থানীয় জনপ্রতিনিধি থেকে শুরু করেছে প্রশাসনের কর্তা ব্যক্তিরা। তারা, আগত মানুষদের বুঝিয়ে সড়িয়ে দিচ্ছেন। অনেক ক্ষেত্রে পরিস্থিতি সামাল দিতে, পুলিশ প্রশাসন লাঠিচার্জ পর্যন্ত করছেন।

রামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল সরকার বলেন, গুজবে কান দিয়ে মানুষ এখানে এসে বিভ্রান্ত হচ্ছে। আর যেনো কেউ এখানে না আসে সেজন্য আহব্বান জানান তিনি।

ত্রিশাল উপজেলার নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল জাকির বলেন, তথ্যপ্রযুক্তির যুগে গুজবে কান না দিয়ে সচেতন হতে হবে সবাইকে। কে বা কারা, এই কাজটি করেছে ফেসবুকের মাধ্যমে। আমি পুলিশ প্রশাসনকে বলেছি, খুজে বের করে ব্যবস্থা নেয়ার জন্য।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান বলেন, এ ব্যাপারে শীঘ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। দোষী ব্যক্তিদের খুজে বের করতে কাজ করছে পুলিশ। বিলের পাশে সার্বক্ষনিক নজরদারি করা হচ্ছে।