ময়মনসিংহ সিটি করপোরেশনে খাল পরিস্কার অভিযান

মাসুদ রানাঃ ময়মনসিংহ নগরীর জলাবদ্ধতা নিরসনে পরিস্কার অভিযান পরিচালনা করেছেন সিটি করপোরেশনের ৪ নং ওয়ার্ডের গোহাইলকান্দি খালে। প্রায় ৪ কিলোমিটার দীর্ঘ এ খালটি আবর্জনার স্তুপে পরিনত হয়ে পানি চলাচলে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছিলো।

 

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, প্রধান হিসাব রক্ষন কর্মকর্তা অসীম কুমার সাহা,বর্জ ব্যবস্থাপনা পরিদর্শক মহব্বত আলী, ৪ নং ওয়ার্ড কাউন্সিলর মাহবুবুর রহমান দুলাল, ২নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ মোঃ গোলাম মোস্তফা, ৫ নং ওয়ার্ড কাউন্সিল নিয়াজ মুর্শেদ, ৪,৫,৬ শাম্মি আক্তার মিতু,৭,৮,৯ সংরক্ষিত কাউন্সিলর হামিদা পারভীন উপস্থিত ছিলেন।

 

নগরীর তিনকোনা পুকুরপাড় থেকে ৩/৪ কিলোমিটার দীর্ঘ গোহাইলকান্দি খাল দিয়ে বেশ কয়েকটি ওয়ার্ডের হাজার হাজার বাসিন্দাদের পানিনিস্কাশন হয়ে থাকে। তবে বিভিন্ন প্রকারের বর্জ পরিস্কারের অবাবে এটি স্তুপে পরিনত হয়েছিলো।