ময়মনসিংহ সদরে মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১শে মার্চ) সকাল ১১টায় মার্চ মাসের আইন শৃঙ্খলা ও মাসিক সমন্বয় সভা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে সভার উপদেষ্টা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফ হোসাইন প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখায় দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা কর্মচারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় বক্তব্য রাখেন- সহকারী কমিশনার ভূমি এইচ এম ইবনে মিজান, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুল হক ফারুক রেজা,উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ শাহজাহান কবির, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান শাহিন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা হক কলি, সিরতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু সাইদ,ঘাগড়া ইউপি চেয়্যারম্যান মোঃ সাইদুর রহমান, অষ্টধার ইউনিয়নের চেয়ারম্যান মোঃ এমদাদুল হক আরমান  প্রমূখ।
সদর উপজেলায়  আইনশৃঙ্খলা স্বাভাবিক বলে বক্তারা মতামত ব্যক্ত করেন বক্তারা। ওসি শাহ কামাল আকন্দ বলেন- কেহ বাসা থেকে কোথাও গেলে প্রতিবেশীকে নজর রাখার জন্য বলে যাওয়া অথবা একজন ঘরে রেখে যাওয়ার পরামর্শ ব্যক্ত করেন।
তিনি বলেন- আগে এই এলাকায় চুরি,ছিনতাই সহ বিভিন্ন অপরাধ হতো,এখন  হয়না, তাই আইনশৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নয়নে সকলের সহযোগীতা চেয়ে সকল ভাড়াটিয়ার বা নতুন কোন লোক দেখলে থানায় খবর দেয়ার অনুরোধ জানান তিনি।