ময়মনসিংহ শিক্ষা বোর্ডে পাসের হার ৯৭ দশমিক ৫২ শতাংশ

ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ময়মনসিংহ শিক্ষা বোর্ড চার জেলা নিয়ে গঠিত এ শিক্ষা বোর্ডে  ৯৭ দশমিক ৫২ শতাংশ পাস করে দেশসেরা ফলাফল করেছে। মোট জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৯২ জন শিক্ষার্থী। ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৪ জেলার মধ্যে নেত্রকোনায় পাসের হার ৯৮ দশমিক ৪৯ শতাংশ, জামালপুরে ৯৭ দশমিক ৪৩ শতাংশ, ময়মনসিংহে ৯৭ দশমিক ৩৩ শতাংশ, শেরপুরে ৯৭ শতাংশ। ময়মনসিংহ শিক্ষা বোর্ডে ১ হাজার ২৯২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। কেন্দ্র ছিল ১৪৭টি।বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ শিক্ষা বোর্ড থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ময়মনসিংহ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেন ১ লাখ ৩০ হাজার ৮৬৩ জন, এর মধ্যে পাস করেছে ১ লাখ ২৭ হাজার ৬১৮ জন। শতভাগ কৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা ৩১৬টি। শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা শূন্য। ১ লাখ ২৭ হাজার ৬১৮ জনের মধ্যে ছাত্র পাস করেছে ৬৪ হাজার ৭৫৩ জন, পাসের হার ৯৬ দশমিক ৮১। ছাত্রী পাস করেছে ৬২ হাজার ৮৬৫ জন, পাসের হার ৯৮ দশমিক ২৭। বিজ্ঞান শাখায় পাসের হার ৯৭ দশমিক ৯০ শতাংশ, মানবিক শাখা বিভাগে ৯৭ দশমিক ৮৮ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় ৯৩ দশমিক ৭০ শতাংশ।

https://eboardresults.com/v2/home