ত্রিশাল প্রতিদিন ডেস্কঃ ময়মনসিংহ সদরের চর খরিচা গ্রামে প্রায় দু’শ কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে দৃষ্টিনন্দন মসজিদে মদিনা। মসজিদটি নির্মিত হচ্ছে মসজিদে নববির আদলে। এতে থাকছে চারটি সাধারণ ও একটি বৈদ্যুতিক গম্বুজ। যা সুইচ অন করলেই সরে যাবে এবং মসজিদের ভেতর থেকে দেখা যাবে পুরো আকাশ। মসজিদটি ৪ তলা বিশিষ্ট। ভেতরে কাতারের সংখ্যা ১৯টি। প্রতি কাতারে নামায পড়তে পারবেন ১১০ জন মুসল্লি।
থাকছে সুউচ্চ দু’টি মিনার। মিনারের উচ্চতা চার তলার ওপর থেকে ১৬০ ফুট। মুসল্লিদের ওঠানামার জন্য একটি চলন্ত সিঁড়িসহ মোট পাঁচটি সিঁড়ি রয়েছে। আছে ছোটবড় মোট ছয়টি দরজা। মসজিদটির কারুকাজে ব্যবহৃত হচ্ছে মারবেল পাথর আর বিদেশি কাঠ।
বিশাল আয়তনের দৃষ্টিনন্দন মসজিদটির নির্মাণ ব্যয় ধরা হয়েছে প্রায় ২শ’ কোটি টাকা। ২০১১ সালে মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়। বর্তমানে নির্মাণ কাজ প্রায় শেষের দিকে রয়েছে। এই মসজিদটি নির্মান শেষ হলে দেশে আর ও একটি দর্শনিয় স্থানের আবির্ভাব হবে।
ময়মনসিংহ জেলার চর সিরতা ইউনিয়নের চর খরিচা গ্রামের ঘনসবুজ ছায়াঘেরা পরিবেশে নির্মিত হচ্ছে মসজিদটি।
দৃষ্টিনন্দন এই মসজিদটির উদ্যোক্তা হলেন জামিয়া মাদানিয়া যাত্রাবাড়ি মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান। জন্মস্থান চর খরিচার নিজবাড়ির পাশে তিনি গড়ে তুলছেন মসজিদটি। মসজিদের পাশে বড় একটি কওমি মাদরাসাও রয়েছে।