ময়মনসিংহে র্যাব-১৪ এর অভিযানে তিন অপহরনকারী গ্রেপ্তার হয়েছে। এ সময় অপহৃতকে উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার সকালে শহরের আকুয়ায় র্যাব অধিনায়কের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে শিবলী সাদিক জানান, ময়মনসিংহ শহরতলী বাড়েরার দুলাল মিয়ার ছেলে আব্দুল্লাহ আল মামুন ইমনকে অপহরন করে ও এক লক্ষ টাকা মুক্তিপণ দাবীর অভিযোগে র্যাব অভিযান চালায়। অভিযানে আ্কুয়ার পাঠানবাড়ি এলাকা থেকে তিন অপহরনকারীসহ অপহৃত আব্দুল্লাহ আল মামুন ইমনকে উদ্ধার করে। অপহরনকারীরা হলো ফয়সাল, রাশেদুল ইসলাম রাব্বী ও আকাশ। এরা সকলেই একই এলাকার। কোতুয়ালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related Articles
বুধবার ময়মনসিংহের আকাশে দেখা যাবে চন্দ্রগহণ
আগামী বুধবার (২৬ মে) ময়মনসিংহের আকাশে দেখা যাবে চন্দ্রগহণ।যা সন্ধ্যা ৬টা ৪২ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে রাত ৭টা ৫৩ মিনিট পর্যন্ত স্থায়ীহবে। বৃহস্পতিবার (২০ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদফতর এ খবর জানায় । আবহাওয়া অফিস [বিস্তারিত]
ময়মনসিংহে জুয়ার আসরে পুলিশের হানা,গ্রেফতার-৩
ষ্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহে জুয়ার আসরে হানা দিয়ে তিন ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে পুলিশ। জেলার কোতোয়ালী মডেল থানা এলাকার পরানগঞ্জ ইউনিয়নের চরহাশা দিয়া নদীরপাড় এলাকায় এই অভিযান পরিচালনা করেন কোতোয়ালি মডেল থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা [বিস্তারিত]
ময়মনসিংহের ব্রহ্মপুত্র নদে তিন শিশুর মৃত্যু
কাউসার আহমেদ শাকিলঃ ময়মনসিংহে আজ পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। (১৪ এপ্রিল) বুধবার দুপুরে ময়মনসিংহের জয়নুল পার্ক সংলগ্ন ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে এই দূর্ঘটনা ঘটে।নিহতরা হলো- সানকীপাড়া নয়নমনি মার্কেট এলাকার আবুল বাশার রতনের [বিস্তারিত]