চতুর্থ ধাপে ময়মনসিংহের ১০ উপজেলায় ভোটগ্রহণ রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত হবে। এর মধ্যে সদর উপজেলার ১০০ কেন্দ্রে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।জানা যায়, ভোটগ্রহণকে ঘিরে কেন্দ্রে কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
শনিবার (৩০ মার্চ) সকাল ৯ টা থেকে শহরের টাউন হল জিমনেসিয়াম হলরুম থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনসহ (ইভিএম) যাবতীয় সরঞ্জামাদি কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে।
সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাফিজুর রহমান জানান, ইভিএম পরিচালনার জন্য সেনাবাহিনীর দুইজন এবং নির্বাচন কমিশন থেকে প্রত্যেক কেন্দ্রে একজন করে লোক থাকবে।
১০ টি উপজেলায় চেয়ারম্যান পদে ২৭ জন, ভাইস চেয়ারম্যান পদে ৬৮ এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩২ জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হচ্ছেন।
জেলা রিটানিং কর্মকর্তা বেলায়েত হোসেন জানান, সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য আমাদের যাবতীয় সব প্রস্তুতি নেয়া হয়েছে। উচ্চ আদালতের নির্দেশে শুধুমাত্র ত্রিশাল উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করা হয়েছে। বাদ বাকি ১০ টি উপজেলাতে ভোটগ্রহণ চলবে।কালের আলো