মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়নে নবনির্বাচিতদের দায়িত্বভার গ্রহণ

মোঃ আনিসুর রহমান (মুক্তাগাছা প্রতিনিধি) মুক্তাগাছার দাওগাঁও ইউনিয়ন পরিষদ থেকে নবনির্বাচিত চেয়ারম্যান ও সদস্যদের দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা ও নবনির্বাচিত ০৯ জন ইউপি সদস্য এবং ০৩ জন সংরক্ষিত নারী ইউপি সদস্য মঙ্গলবার এক ঝাকঝমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত চেয়ারম্যান খন্দকার জামাল উদ্দিন বাদশা, ০১নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শাহাবুদ্দিন, ০২ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বিরাজ উদ্দিন, ০৩নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোফাজ্জল হোসেন খান, ০৪ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য নেওয়াজ আলী,০৫নং নির্বাচিত ইউপি সদস্য নওশের আলী,০৬ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য বাবুল সম্রাট,০৭নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য সিরাজুল ইসলাম তহু,০৮ নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য শহিদুল ইসলাম, ০৯নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য মোঃ হাসমত আলী এবং (১,২) নং ওয়ার্ডের সংরক্ষিত নারী ইউপি সদস্য নিলুফা ইয়াসমিন, (৩,৪,৫) নং ওয়ার্ডের নির্বাচিত নারী ইউপি সদস্য ফরিদা আক্তার,(৬, ৭,৮,৯) ওয়ার্ডের নির্বাচিত নারী ইউপি সদস্য ফজিলা বেগম দায়িত্বভার গ্রহণ করেন।

অনুষ্ঠানটি আঃ মান্নান মাষ্টারের সভাপতিত্বে ও হাবিবুর রহমান বুলু মাষ্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ০৭ নং ঘোগা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ শরীফ আহমেদ, ০৯ নং কাশিমপুর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন তালুকদার, উপজেলা লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোকাদ্দেছ হোসেন মাস্টার, সাবেক দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি খুরশিদ মাহফুজ , প্রফেসর মোঃ আঃ মোতালেব হোসেন, প্রফেসর মোঃ আব্দুর রাজ্জাক,দাওগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ইখতিয়ার উদ্দিন মামুন, মেম্বার মোঃ আঃ রশিদ, ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন খান, দাওগাঁও ইউনিয়ন যুবলীগ আহবায়ক সোবাহান সরকার সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ বক্তব্য রাখেন।