ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী জানান, রোহিঙ্গা সংকট সমাধানে ভারতের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। বিষয়টি সমাধান করতে মিয়ানমারকে চাপ দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানানো হয়েছে। বিকেলে রাজধানীর একটি হোটেলে ওই বৈঠক অনুষ্ঠিত হয়। বিকেল ৪টায় ওই বৈঠক শুরু হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে ৫টার দিকে দুই পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলী বলেন, ভারত বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য মানবিক সহায়তা অব্যাহত রাখবে তার আশ্বাস পেয়ে আমরা খুশি। রোহিঙ্গাদের মানবিক সাহায্য প্রদানের জন্য ভারতকে ধন্যবাদ।
মাহমুদ আলী বলেন, রোহিঙ্গাদের নিজেদের দেশে ফেরাসহ বিষয়টির শান্তিপূর্ণ সমাধানে মিয়ানমারকে চাপ দেওয়ার অনুরোধ করেছি।
দুদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। আজ রোববার দুপুর ১টা ৪১ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে অবতরণ করে তাঁকে বহনকারী বিশেষ বিমানটি।
এ ছাড়া আজ সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও সুষমার বৈঠক করার কথা আছে। পরে তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গেও বৈঠক করবেন।