টি. পি. ডেস্ক : ময়মনসিংহে”র ভালুকায় ভিমরুলে”র কামড়ে তুহিন নামে ৬ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন তুহিনে”র মাসহ আরও ৫ জন। বুধবার (৩০ অক্টোবর) রাত ৮টার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু তুহিন। সে ভালুকা উপজেলা”র উথুরা ইউনিয়নে”র তালুটিয়া গ্রামে মো. আশরাফুলে”র ছেলে। ঘটনাটি নিশ্চিত করেছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে”র পুলিশ ক্যাম্পে”র ইনচার্জ শফিক উদ্দিন।
পুলিশ ক্যাম্পে”র ইনচার্জ শফিক উদ্দিন বলেন, এদিন দুপুরে”র দিকে ভালুকার উথুরা থেকে ভিমরুলে”র কামড়ে আহত ৬ জন হাসপাতালে ভর্তি হয়। পরে রাত ৮টার দিকে শিশু তুহিন মারা যায়। বতর্মানে তুহিনে”র মা লাইলী”র অবস্থা গুরুতর। অন্যরা এই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্র জানায়, এদিন দুপুরে তালুটিয়া গ্রামে ধানক্ষেতে পড়ে থাকা শুকনো তালের পাতা আনতে যায় ওই গ্রামের হাফিজুলের স্ত্রী নূরজাহান (৪০)। এ সময় তালের পাতা টানতেই ভিমরুল নূরজাহানকে আক্রমণ করে। এতে নূরজাহান চিৎকার শুরু করলে তার শিশু ছেলে নাফির (৫), তাওহীদ (৭) একই এলাকার আশরাফুলের স্ত্রী লাইলী বেগম ও তার শিশু ছেলে তুহিন (৬) এবং প্রতিবেশী হৃদয় মিয়ার স্ত্রী রিমি (১৯) তার কাছে এগিয়ে গেলে তারাও ভিমরুলে”র কামড়ে আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রথমে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। পরে মমেকে চিকিৎসাধীন অবস্থায় শিশু তুহিন মারা যায়।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামছুল হুদা খান বলেন, শুনেছি তুহিন নামে এক শিশু ভিমরুলের কামড়ে মারা গেছে এবং আহত হয়েছে আরও পাঁচজন। তারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।