ময়মনসিংহের ত্রিশালে উপজজেলার (১২নং) আমিরাবাড়ী ইউনিয়নের গুজিয়াম কাঁঠালবন্দ এলাকার চাঞ্চল্যকর হাসান (২৪) হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে স্বজন ও এলাকাবাসী।হাসান কাঁঠালবন্দ এলাকার আব্দুস সালাম এর পূত্র।
বুধবার (০১ জানুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইনবোর্ড এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধন শেষে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করে এলাকাবাসী। মানববন্ধনে হাসান হত্যায় জড়িত শাহাদাৎ হোসেন নয়ন, জিন্নাত, জুবায়িল, জহিরুলকে দ্রুত গ্রেফতার করে ফাঁসির দাবী করেন এলাকাবাসী।
অভিযোগের বিবরণী থেকে জানা যায়, অভিযুক্ত নয়ন নিহতের মামাত বোনের স্বামী। নয়ন ব্যাংক থেকে ঋণ তুলতে চাইলে হাসানকে ঋণের জামিনদার হতে বলে। কিন্তু হাসান তাতে না বলে। নয়ন হাসানের কাছে তার বিদেশ যাওয়ার টাকা থেকে ১ লক্ষ টাকা ধার চায়। কিন্তু নয়ন তাতেও রাজি হয়নি।
পরে নয়ন গত ২৪ ডিসেম্বর সন্ধ্যার পূর্বে মিষ্টি কেনার কথা বলে হাসানকে বাড়ি থেকে নিয়ে আসে। সন্ধ্যা ০৭টার দিকে সাইনবোর্ড নিগার জামান ফিলিং স্টেশনের পাশে আমির আলীর দোকানের সামনে হাসানকে একা নামিয়ে রেখে যায়। কিছুক্ষণ পর নয়ন এবং তার সহযোগীরা এসে হাসানকে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে ও কুপিয়ে জখম করে ফেলে চলে যায়। পরে স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। নয়ন এ ঘটনাকে দূর্ঘটনার নাটক সাজায়।
ত্রিশাল থানার অফিসার ইনচার্জ মনসুর আহমেদ জানান, তথ্য প্রযুক্তি ব্যবহার করে অপরাধীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আশা করি দ্রতই আসামি গ্রেফতার হবে।
ত্রি/প্রতিদিন ডেস্ক