ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় উদযাপিত হলো বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী । ২০২৫ সালের প্রথম দিন বুধবার (০১ জানুয়ারি) কর্মসূচির শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
পরে একটি আনন্দ র্যালি মাধ্যমে উপজেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গো-হাটা মোড়ে এসে উপজেলার ছাত্রদলের নেতাকর্মীরা একটি আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ময়মনসিংহ দক্ষিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শহিদুল আমিন খসরু। আলোচনা সভায় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক ও ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাব্বির আহমেদ রনি, ত্রিশাল উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আব্দুল্লাহ আল-মামুন,মামুনুর রশিদ মামুন, ত্রিশাল নজরুল কলেজ শাখার যুগ্ম আহবায়ক শিহাব উদ্দিন খান, খন্দকার ইমরান, ছাত্র নেতা শাহ মোহাম্মদ মহিউজ্জামান লাদিত, মিজানুর রহমান, শামীম মিয়া সহ আরো অসংখ্য নেতাকর্মী।
ত্রি/প্রতিদিন ডেস্ক