আন্তর্জাতিক ডেস্কঃ লিবিয়া থেকে ইউরোপ যাওয়ার পথে প্রায় ১০০ জন অভিবাসী নিয়ে একটি নৌকা ডুবেছে ভূমধ্যসাগরে । নৌকা ডুবিতে ৫০ জন এর বেশী অভিবাসী নিখোঁজ হয়েছেন। তাদের মধ্যে উদ্ধার করা হয়েছে মাত্র ৩৩ জন। উদ্ধার হওয়া সবাই বাংলাদেশি বলে জানিয়েছে তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার তিউনিসিয়ার গণমাধ্যম দ্যা স্ট্রেইটস টাইমস এ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ খবর প্রকাশ করে । প্রতিবেদনে বলা হয়, ৯০ জনেরও বেশি যাত্রী নিয়ে নৌকাটি রোববার লিবিয়ার জুয়ারা বন্দর থেকে ছেড়ে যায়। অভিবাসী বোঝাই নৌকাটি তিউনিসিয়ার দক্ষিণপূর্ব এসফক্স উপকূলে সোমবার ডুবে যায়। তিউনিসিয়ার দক্ষিণ উপকূলে একটি তেল প্ল্যাটফর্মের সঙ্গে লেগে থাকা একটি ধ্বংসাবশেষ জাহাজ আঁকড়ে ধরে বেঁচে ছিল। পরে তিউনিশিয়ার উদ্ধারকারীরা বেঁচে যাওয়া লোকদের নিয়ে আসে। জার্জিস বন্দরটি জুওয়ারা থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে।‘নিখোঁজ যাত্রীদের খোঁজে নৌবাহিনীর ইউনিট পাঠানো হয়েছে’ বলে জানানো হয় ।