মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভালুকায় নব-গঠিত উপজেলা শ্রমিকদল এর পুর্নাঙ্গ আংশিক কমিটির এক জরুরী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রমিকদলের দায়িত্বপ্রাপ্ত সকল নেতৃবৃন্ধের মতামতের ভিত্তিতে উপজেলার ১১ টি ইউনিয়ন, ওয়ার্ড ও ইউনিট কমিটি গুলো বিলুপ্ত ঘোষণা করা হয়।
২০ শে জু্লাই বিকেলে ভালুকা উপজেলা শাখার নব-গঠিত শ্রমিকদলের সভাপতি আলহাজ্ব সৌমিক হাসান সোহাগের সভাপত্বিতে ও উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ সুজনের সন্ঞালনায় জরুরী আলোচনা সভা অনুষ্ঠানে ভালুকা উপজেলা শ্রমিক দলের নব-গঠিত কমিটির সম্মানিত নেতৃবৃন্দের উপস্থিতি ও মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয় যে আগামী দিনে উপজেলা শ্রমিক দলকে সু-সংগঠিত ও শক্তিশালী করার লক্ষে, এক দফা সরকার পতন ও তত্ত্বাবধায়ক দাবি বাস্তবায়ন করার লক্ষে চলমান আন্দোলন কে আরও গতিশীল করার লক্ষে ১১টি ইউনিয়ন-ওয়ার্ড ও সকল ইউনিট কমিটি বিলুপ্ত ঘোষণা করেন উপজেলা শ্রমিক দলের নবগঠিত কমিটির সভাপতি সৌমিক হাসান সোহাগ।
এ বিষয়ে ভালুকা উপজেলা শ্রমিকদলের সিনিয়র সহ-সভাপতি সোহাগ সরকার বলেন,আগামীতে এক দফা আন্দোলন বাস্তবায়ন ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করার লক্ষে রাজপথে চলমান আন্দোলনে ত্যাগী নির্যাতিত কর্মীরা যারা সক্রিয়ভাবে অংশনিবে তাদেরকে ঐক্যবদ্ধ করে ভালুকা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দের সাথে পরামর্শ ও সমন্বয় করে প্রতিটি ইউনিয়নে দ্রুততম সময়ে একটি শক্তিশালী আহবায়ক কমিটি গঠন করা হবে।