ভালুকায় মাস্ক ছাড়া ঘুরাফেরা করায় ২৬ জন কে জরিমানা

মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভালুকায় মাস্ক পরিধান না করে রাস্তায় অবাধে চলাফেরা করার দায়ে ২৬ জন পথচারীকে ১০ হাজার ৩শ টাকা জরিমানা ও শতাদিক মানুষের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন উপজেলা সহকারী কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইন উদ্দিনের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।

মঙ্গলবার সন্ধায় ভালুকা বাজার রোডে পাঁচরাস্তার মোড় এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে এ অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশণার (ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাইন উদ্দিন জানান,করোনা ভাইরাস সংক্রমণ রোধে জনগনকে মাস্ক পরিধান ও স্বাস্থ্যবিধি অনুসরণ নিশ্চিত করণের লক্ষ্যে প্রতিদিনই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। মঙ্গলবার সন্ধায় মাস্ক বিহীন রাস্তায় অবাধ চলাফেরা করার জন্য ভালুকা বাজার রোডে পাঁচরাস্তার মোড় এলাকায় মোবাইল কোর্ট আইনে ২৬ জন পথচারীকে অর্থদন্ড প্রদান করা হয় এবং পথচারীদের মাঝে বিনামূল্যে মাক্স বিতরণ করা হয়।