ভালুকায় মামুনের অর্থায়নে অগ্রগামী উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভালুকায় অগ্রগামী উন্নয়ন সংস্থা (এডিএস নিবন্ধন নং-ম-০১১৫৬)এর উদ্যোগে তরুন শিল্পপতি (বিজিএমই) সদস্য,স্কটিশ সোয়েটার লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক,গ্রীন অরন্য পার্ক এন্ড রিসোর্ট এর চেয়ারম্যান,নব-গঠিত ভালুকা উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সম্মানিত সদস্য,মানবতার ফেরিওয়ালা বিশিষ্ট দানবীর হাজ্বী শহিদুল ইসলামের সুযোগ্য সন্তান আলহাজ্ব মোস্তাফিজুর রহমান মামুন প্রতি বছরই ধারাবাহিক ভাবে উপজেলার ১১টি ইউনিয়নে নিজস্ব তহবিলের অর্থায়নে দুস্থ অসহায় সুবিধা বঞ্চিত পরিবারগুলোর মাঝে শীতবস্ত্র উপহার দেন।

তারই ধারাবাহিকতায় এ বছর অগ্রগামী উন্নয়ন সংন্থার উদ্যোগে ২নং মেদুয়ারী ইউনিয়নে হাইস্কুল মাঠে কিছুদিন পূর্বে ৩ শতাধিক পরিবারে শীতবস্ত্র বিতরণের পর আজ ০৩রা ফেব্রুয়ারি উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের দক্ষিণ চাঁনপুর বুড়ির পুকুরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অত্র ইউনিয়নের গরীব অসহায় দুস্থ সুবিধা বঞ্চিত কয়েক’শ পরিবারের মাঝে শীতবস্ত্র (সোয়েটার) বিতরণ করা হয়।

 

অগ্রগামী সংস্থার উদ্যোগে শীতবস্ত্র বিতরণে ৮ নং ডাকাতিয়া ইউনিয়ন পরিষদের সুযোগ্য চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ হারুন এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, যুবলীগ নেতা রাসেল শিকদার,অগ্রগামী উন্নয়ন সংন্থার প্রতিষ্ঠাতা সভাপতি,লেখক কবি ও শিক্ষক শফিকুল ইসলাম খান ,অত্র সংস্থার সাধারন সম্পাদক ইমন তালুকদার,ভালুকা পৌর ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী তানভীর আহম্মেদ সাকিব,ভালুকা পৌর ছাত্রদলের সাধারন সম্পাদক পদপ্রার্থী রাকিবুল হাসান, আলামীন,সাংবাদিক জাহিদ হাসান,ভালুকা উপজেলা ছাত্রদল নেতা শাহারিয়ার অনন্ত,কায়সার মাহমুদ,যুবদল নেতা টিপু সরকারসহ অত্র সংস্থার সদস্যগণ।