ভালুকায় ডিম লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা প্রভাত সহ গ্রেফতার ৬

নিজস্ব সংবাদদাতাঃ ময়মনসিংহের ভালুকায় ডিম লুটের ঘটনায় ছাত্রলীগ নেতা সহ ছয় ডাকাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। শনিবার (১১ জুন) বিকালে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতাররা হলেন- ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক গুজিয়াম গ্রামের এনামুল হক প্রভাত (২৩), গোপালপুর এলাকার আবু রায়হান (২২), অলহরি গ্রামের সোহাগ আলী (৩০), ভালুকার ভরাডোবা এলাকার খোরশেদ হোসেন জুয়েল (৩৯), একই এলাকার সুমন মিয়া (২০), আব্দুস সামাদ (৩১)।

শুক্রবার (১০ জুন) ময়মনসিংহ ও গাজীপুর জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

শফিকুল ইসলাম বলেন, ২৯ মে রাতে পিকআপে করে ৭৫ হাজার ডিম নিয়ে যাচ্ছিল এক ব্যবসায়ী। পথে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার ভরাডোবা এলাকায় পৌঁছালে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ডাকাতদল পিকআপ থামিয়ে চালক-হেলপারকে অন্য গাড়িতে তুলে নেন। পরে সাইনবোর্ড এলাকায় গিয়ে পিকআপ থেকে সব ডিম নামিয়ে পিকআপসহ তাদের রাস্তার পাশে ফেলে যায়।

পরদিন ওই ব্যবসায়ী মামলা দিলে পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেটকার ও ডিম বিক্রির এক লাখ ১২ হাজার টাকাসহ তাদের গ্রেফতার করে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।