মোঃ নাজমুল ইসলাম,স্টাফ রিপোর্টারঃ ভালুকায় ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্রসহ এক ডাকাত কে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এসময় আরও চার ডাকাত দলের সদস্য পালিয়ে যায়।
ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, ঢাকা-ময়মনসিংহ হাইওয়েতে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় এই চক্রটি বিভিন্ন সময় বাসে যাত্রী বেশে লুকিয়ে থেকে যাত্রীদের অস্ত্রের মুখে জিম্মি করে সর্বস্ব লুটে নিতো! গতকাল রাত সাড়ে ৩ টার দিকে মেহেরাবাড়ী এক কারখানার সামনে যাত্রী উঠানোর জন্য অপেক্ষা করছিলো একটি বাস। ঐ বাসের চালক হেলপারসহ বাসে কয়েকজন ডাকাত দলের সদস্য রয়েছে! এমন গোপন সংবাদের ভিত্তিতে মডেল থানা পুলিশ মহাসড়কে ব্যারিকেড দিয়ে চক্রটিকে আটকের চেষ্টা চালায়। কিন্তু বাসে থাকা ডাকাত দল পুলিশের উপস্থিতি টের পেয়ে বাস রেখে দৌড়ে পালিয়ে যায় এসময় পুলিশ সৌরভ (২০) নামে একজনকে আটক করে বাকি চার সদস্য পালিয়ে যায়। বাকিদের ধরতে মডেল থানা পুলিশ অভিযানে নেমেছে।
ওসি আরও বলেন, এস আই মাহাবুর রশিদ বাদি হয়ে আটক সৌরভসহ চার জনের নাম উল্লেখ করে আরও ৭/৮ জনকে আসামি করে ডাকাতি মামলা দায়ের করে সোমবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।