ভালুকায় উদ্বোধন হতে যাচ্ছে বিনোদন পার্ক “গ্রীন অরণ্য পার্ক “

মোঃ নাজমুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ ভালুকার হবিরবাড়ীতে( ঢাকা-ময়মনসিংহ) মহাসড়কের পাশে সিডষ্টোর বাজার থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে বাংলাদেশের সর্ববৃহৎ ও সর্বাধুনিক আন্তজার্তিক মানের ভ্রমন পিপাসু মানুষের আনন্দ বিনোদনের নিরাপদ দৃষ্টি নন্দন বিলাস বহুল “গ্রীন অরণ্য পার্ক”

ভালুকা উপজেলার শিল্পায়নের অগ্রদূত হবিরবাড়ীর কৃতিসন্তান, দানবীর আলহাজ্ব শহীদুল ইসলাম শহীদ নিজস্ব মালিকানায় নির্মাণ করেছেন দৃষ্টি নন্দন অসাধারণ শৈল্পিক কারুকার্য সম্বলিত ‘গ্রীন অরন্য পার্ক ‘।

মানুষের যান্ত্রিক জীবনের কর্মক্ষেত্র হতে মন কে উৎফুল্ল করতে বন্ধু-বান্ধব,পরিবার পরিজন নিয়ে আপনিও চলে আসুন ভালুকার হবিরবাড়ীতে সবুজ শ্যামল প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠা ‘গ্রীন অরণ্য পার্কে’। পার্কটি গহীন অরণ্যে আন্তর্জাতিক মানের সুবিধা নিয়ে ভ্রমণ বিলাসী ও বিনোদন পিয়াসী মানুষের কাছে নিরাপদ আস্থা অর্জন করবে বলে বিশ্বাস। পার্কটি উদ্বোধনের পূর্বেই প্রতিদিনই ইতিমধ্যে হাজার হাজার দর্শনার্থীর উপচে ভীড় লক্ষ্য করা গেছে।

পার্কের কর্নধার শিল্পপতি ও বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব মো.শহীদুল ইসলাম জানান, আসলে মানুষ প্রতিনিয়ত বিনোদন কিংবা অবকাশ যাপনের জন্য ঘরের বাইরে বের হচ্ছে। দেশে ক্রমেই বেড়ে চলেছে ভ্রমণপ্রিয় মানুষের সংখ্যা। আমরা সেই মানুষের বিনোদনের চাহিদা পূরণের লক্ষ্যে হবিরবাড়ীতে এ পার্কটি প্রতিষ্ঠা করেছি। আগামী ১০ ফেব্রুয়ারি শিশুদের জন্য নির্মিত ‘কিডস জোন’টি চালুর মাধ্যমে পার্কটির আনুষ্ঠানিক শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে।

গ্রামীণ পরিবেশের মাঝে গড়ে ওঠা এই পার্কটিতে বিরাজ করে নির্মল কোলাহলমুক্ত সবুজ ছায়াঘেরা পরিবেশ। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে থাকা গাছপালা পার্কটিকে আরও মনোরম ও আকর্ষণীয় করে তুলেছে। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের জন্য পার্কটিতে নানা রকম বিনোদনের সু-ব্যবস্থা করে রাখা হয়েছে। পার্কটিতে থাকার জন্য রয়েছে অত্যাধুনিক কটেজ, হোটেলসহ একটি সু-বিশাল পুকুর এবং ওয়াটার রাইডের ব্যবস্থা। দেশের যেকোন প্রান্ত থেকে ভ্রমণপ্রিয় যে কেউ পরিবারপরিজন নিয়ে বিনোদনের জন্য আসতে পারেন, গ্রীন অরণ্য পার্কে,।