মোঃ নাজমুল ইসলাম, নিজস্ব প্রতিবেদকঃ ভালুকায় নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে মোঃ আসিফ সরকার (২৩) নামে এক ব্যবসায়ীকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৬ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বাসস্ট্যান্ড এলাকায় সহকারি কমিশণার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রায় ২৫০ কেজি পলিথিন জব্দ করে।
ভালুকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মাঈন উদ্দিন জানান, ভালুকায় শনিবার গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় আড়াইশত কেজি পলিথিন জব্দ করা হয়। নিষিদ্ধ পলিথিন বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে মোঃ আসিফ সরকার নামে একজন ব্যবসায়িকে ৫০,০০০(পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দকৃত ২৫০শত কেজি পলিথিন স্থানীয়দের উপস্থিতিতে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে।