ভারতে মুসলিম বিরোধী বিল পাসের প্রতিবাদে মুম্বাই পুলিশের আইজিপির পদত্যাগ

ত্রিশাল প্রতিদিন ডেস্ক:: ভারতে মুসলিম বিরোধী বিল-২০১৯ পাসের প্রতিবাদে পদত্যাগ করলেন মুম্বাই পুলিশের আইজিপি আবদুর রহমান।

আবদুর রহমান বলেন, পাস হওয়া সেই নাগরিকত্ব বিল অসংবিধানিক এবং সম্পূর্ণ সাম্প্রদায়িক। তিনি আরও বলেন, ‘আমি বিলের তীব্র বিরোধিতা করছি। এটি আমাদের সংবিধান পরিপন্থী। এই বিল পাসের প্রতিবাদে আমি চাকরি থেকে ইস্তফা দিচ্ছি।’ এরপর আবদুর রহমান গত বৃহস্পতিবার থেকেই আর কার্যালয়ে আসছেন না।

পাশ হওয়া বিলে বলা হয়েছে বাংলাদেশ ,পাকিস্তান, আফগানিস্তান থেকে ‘ধর্মীয় পীড়নের’ কারণে এ দেশে শরণার্থী হিসেবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান,পার্সি, শিখ, জৈন ধর্মাবলম্বীরা ভারতে আশ্রয় নিতে বাধ্য হলে তাদের নাগরিকত্ব দেওয়া হবে। কিন্তু সেই বিলে প্রতিবেশী দেশ থেকে আসা মুসলিমদের বিষয়ে কোনো উল্লেখ নেই।

আবদুর রহমান আরও বলেন, এই বিল দেশের ধর্মীয় বহুত্ববাদ বিরোধী। আমি দেশবাসীর কাছে গণতান্ত্রিক উপায়ে এই বিলের প্রতিবাদ করার আর্জি জানাচ্ছি।