ঝরে গেল আর এক তারা ,বীর মুক্তিযোদ্ধা, প্রখ্যাত গীতিকার, সুরকার ও সংগীত পরিচালক আহমেদ ইমতিয়াজ বুলবুল আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
আজ মঙ্গলবার সকালে রাজধানীর আফতাবনগরে নিজ বাসায় মারা যান আহমেদ ইমতিয়াজ বুলবুল। মৃত্যুকালে বয়স হয়েছিল ৬৩ বছর।
আহমেদ ইমতিয়াজ বুলবুলকে ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছিল। সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
শিল্পীর মৃত্যুর পর পর আহমেদ ইমতিয়াজ বুলবুলের একমাত্র ছেলে সামীর আহমেদ বলেন, ‘আমার অনুরোধ থাকবে বাবাকে যেন মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়। যেন দেশবাসী ওনাকে স্মরণ করতে পারেন।’
এদিকে, আহমেদ ইমতিয়াজ বুলবুলের দুই বোন। দুই বোনের একজন বিদেশে থাকেন। তিনি বুধবার সকালে ফিরলে তবেই শিল্পীর লাশ দাফন হবে বলে জানা গেছে।
আহমেদ ইমতিয়াজ বুলবুলের পারিবারিক সূত্রে জানা গেছে, আজ (মঙ্গলবার) রাজধানীর একটি হাসপাতালের মর্গে রাখা হবে শিল্পীর মরদেহ। বরেণ্য এ শিল্পীর লাশ আগামীকাল বুধবার (২৩ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে নিয়ে যাওয়া হবে। সেখানে বেলা ১১টায় বরেণ্য এ শিল্পী ও মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেওয়া হবে এবং সর্বস্তরের জনগণ শ্রদ্ধা জানাবেন। ১২টা পর্যন্ত তার মরদেহ রাখা হবে সেখানে।
শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে বাদ জোহর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ প্রাঙ্গণে নেয়া হবে আহমেদ ইমতিয়াজ বুলবুলের লাশ। সেখানে অনুষ্ঠিত হবে তার প্রথম জানাজা। বরেণ্য এ শিল্পীর মরদেহ শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।