ত্রিশাল প্রতিদিন ডেস্ক: কারাগারে থাকা বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আগামীকালের পূর্ব ঘোষিত (২৯ মার্চ) জনসভা স্থগিত করেছে বিএনপি। বুধবার বিকালে নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রিজভী এক সংবাদ সম্মেলনে একথা জানান।
জনসভার কর্মসূচি স্থগিত করার বিষয়ে তিনি বলেন, ‘বিকাল ৫টা বাজলেও আমরা এখন পর্যন্ত সমাবেশের অনুমতি পাইনি। এটা করার জন্য তো প্রস্তুতির বিষয় আছে। তাই আগামীকালের সমাবেশ স্থগিত করা হয়েছে।’ এ সময় তিনি সরকারের এই আচরণকে স্বৈরাচারী বলেও আখ্যা দেন।
এর আগে গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর দফতরে সমাবেশের অনুমতি নেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামালের সঙ্গে দেখা করতে যান বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ ও আলতাফ হোসেন চৌধুরী।
অনুমতি না পাওয়ার অভিযোগ করে গত ২৪ মার্চ এক সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, ‘দলের চেয়ারপারসনকে কারাদণ্ড দেওয়ার পর তিনবার সমাবেশ করতে চেয়েও অনুমতি পায়নি বিএনপি।’