ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজার অপারেশন কার্যক্রম শুরু

মো: আনিসুর রহমান: দীর্ঘ প্রতিক্ষার পর ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। সোমবার বেলা সাড়ে ১১টায় বিনামূল্যে এক প্রসূতি মায়ের সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়। এদিন জুনিয়র কনসালটেন্ট সার্জারি ডা. খাদিজা সিদ্দিক সুইটির নেতৃত্বে সিজারিয়ান অপারেশন সম্পন্ন করা হয়। এ সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ , জুনিয়র কনসালটেন্ট এনেসথেসিয়া ডা. মমিনুল ইসলাম, ডা.আব্দুল্লাহ আল কায়সার,ডা. আমিয়া সুলআনা উপস্থিত ছিলেন। জানাগেছে, ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই প্রসূতি মায়েদের জন্য নরমাল ডেলিভারির ব্যবস্থা থাকলেও হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশনের কোনো ব্যবস্থা ছিল না। উপজেলাবাসীর জন্য স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সেবার মান উন্নয়নের অংশ হিসেবে এই প্রথম হাসপাতালটিতে সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করে এ কার্যক্রম চালু করা হয়েছে।

এই বিষয়ে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বিধান চন্দ্র দেবনাথ বলেন, সেবার মানোন্নয়নে ও উপজেলাবাসীকে বিন্যামূলে স্বাস্থ্য বিভাগের সেবা দিতে দীর্ঘদিন পর হাসপাতালে সিজারিয়ান অপারেশন কার্যক্রম শুরু করা হয়েছে। উপজেলার যে কোনো প্রসূতি এখন হাসপাতালে এসে বিনামূল্যে উন্নতমানের এই সেবা নিতে পারবেন। ১৭ অক্টোবর বেলা সাড়ে ১১টায় এক প্রসূতির সিজারিয়ান অপারেশন সফলভাবে সম্পন্ন করা হয়েছে। প্রসূতি মা ও শিশু দুইজনই ভালো আছে বলেও জানান তিনি।