সাংবাদিক শহিদুলের বিরুদ্ধে আইসিটি মামলা: বনেকের উদ্বেগ

ফরিদপুর ভাঙ্গার সাংবাদিক শহিদুল ইসলামে

সাজেদুল হাসান,স্টাফ রিপোর্টার : দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ফরিদপুর ভাঙ্গার প্রতিনিধি মোঃ শহিদুল ইসলামের বিরুদ্ধে আইসিটি আইনে মামলা দায়েরের ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে বাংলাদেশ অনলাইন সংবাদপত্র সম্পাদক পরিষদ( বনেক) ।

বনেকের কেন্দ্রীয় কমিটির সভাপতি খায়রুল আলম রফিক ও সাধারন সম্পাদক আমিরুল ইসলাম আসাদ আজ (রবিবার) এক বিবৃতিতে সাংবাদিক শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা থেকে নিঃশর্ত মুক্তি দেওয়ার আহবান জানান। বিবৃতিতে শহিদুল ইসলামের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারেরও দাবি জানানো হয়।

ফরিদপুরের ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের দুর্নীতি-অনিয়মের সংবাদকে মিথ্যা ও বিতর্কিত দাবি করে সাংবাদিক শহিদুল ইসলামের বিরোদ্ধে ডাক্তার মহসিন বাদী হয়ে ভাঙ্গা থানায় আইসিটি আইনে মামলা দায়ের করেন। উক্ত মামলার সঠিক তদন্ত না করেই ভাংগা থানা পুলিশ তাকে আটক করে ফরিদপুর কারাগারে প্রেরণ করে। সাংবাদিক শহিদুল ইসলামসহ ০৪ জন সাংবাদিকের বিরুদ্ধে দুটি ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা: মহসিন উদ্দিন ও রফিকুজ্জামান রফিক নামের এক ব্যক্তি।

রফিকুজ্জামান রফিকের বিরুদ্ধে ভাঙ্গা থানায় বিকাশ প্রতারণার মামলা রয়েছে বলে স্থানীয় সাংবাদিকরা নিশ্চিত করেছেন।