অনলাইন ডেস্কঃনরেন্দ্র মোদি ও অমিত শাহর অহংকারকে চূর্ণ করে আপাতত হিন্দুত্ববাদ থামিয়ে দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের ভোটারা। টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল। এ দফায় পাঁচটি রাজ্যে নির্বাচন হলেও প্রায় সবার নজর ছিল পশ্চিমবঙ্গে।
ভোট গণনার শুরুতে ছিল তৃণমূল ও বিজেপির হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত।তবে ভোটের গণনা সময় পেরুতেই বিজেপির সঙ্গে ব্যবধান বেড়েছে মমতা ব্যানার্জির তৃণমূলের।
সময়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৯২ আসনের মধ্যে ২০৬ টিতে এগিয়ে আছে তৃণমূল। ২৯৪ আসনের বিধানসভায় জয়ের জন্যও দরকার ১৪৮টি আসন। বিজেপি এগিয়ে আছে ৮৫ আসনে।আনন্দবাজারের দেওয়া তথ্য মতে, ২০৬টি আসনে এগিয়ে আছে মমতার তৃণমূল।