এইচ এম জোবায়ের হোসাইন:: বহুল আলোচিত সড়ক পরিবহন আইন সংশোধনসহ আট দফা দাবিতে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের আহবানে রবিবার সকাল ৬টা থেকে টানা ৪৮ ঘণ্টার ‘কর্মবিরতি’ ফলে অচল হয়ে পড়েছে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক। কর্মবিরতির ফলে মহাসড়কে আটকে আটকে আছে শত শত যানবাহন।
সরেজমিনেদেখা যায়, ভোর ৬টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাসষ্ট্যান্ড, জিরো পয়েন্ট, রাগামারা মোড়, বগার বাজার চৌরাস্তা মোড়সহ প্রায় প্রতিটি ষ্টপেজ এলাকায় সকাল থেকেই পরিবহণ শ্রমীকরা অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেয়। মহাসড়কের কোথাও কোথাও দীর্ঘ লাইনে পন্যবাহী ট্রাক দাড়িয়ে থাকতে দেখা যায়। পরিবহণ শ্রমীকদের কর্মবিরতির ফলে দুরপাল্লার কোন যান চলাচল করতে পারেনি। বিভিন্ন কোম্পানীর শ্রমীকরা পথে পথে বাধায় পৌছাতে পারেননি কর্মস্থলে। সরকারী হাসপাতালেও আসতে পারেনি চিকিৎসকরা। সকালে হাসপাতালে গিয়ে দেখা যায়, পর্যাপ্ত পরিমাণ রোগী থাকলেও চিকিৎসকের উপস্থিতি ছিল হাতেগনা। তবে কারণ হিসেবে চিকিৎসকরা শ্রমীকদের কর্মবিরতি ও যানচলাচলে তাদের বাধাকে দায়ী করেছেন। এছাড়াও মহাসড়কে ছোট ছোট কোন যানচলালও চোখে পড়েনি। এ রির্পোট লেখা পর্যন্ত অপ্রিত্তিকর কোন ঘটনার খবর পাওয়া যায়নি।