আরিফ রববানী, ময়মনসিংহ::ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এড.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেছেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি। বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের নৌকা হচ্ছে উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক।
তিনি মঙ্গলবার (২৩ শে নভেম্বর) সন্ধ্যায় ১১ নং ঘাগড়া ইউনিয়ন এর বুধবাড়িয়া এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতিক এর প্রাথী শাহজাহান সরকার সাজুর নিবাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ।
এড.মোয়াজ্জেম হোসেন বাবুল বলেন, বিএনপির আমলে যে বাংলাদেশ ছিল জঙ্গি সন্ত্রাসে জর্জরিত, সেই বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে জঙ্গি, সন্ত্রাসবাদ মুক্ত হয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশে আজ ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়ন সমুদ্র রূপান্তরিত হয়েছে। দেশের মানুষ শেখ হাসিনাকে ভোটের মাধ্যমে নির্বাচিত করেছে বলেই দেশে এতো উন্নয়ন সম্ভব হয়েছে। দেশের মানুষ নৌকায় ভোট দিয়েছে বলেই বাংলাদেশের প্রতিটা সেক্টরেই উন্নয়ন অর্জন দৃশ্যমান। জঙ্গি দমন ও যুদ্ধাপরাধীদের বিচার করেছে বলেই দেশের মানুষ এখন ভালো আছে।
তিনি বলেন, বাংলাদেশের প্রতিটা উন্নয়ন অর্জনে সঙ্গে মুক্তিযুদ্ধের দল আওয়ামী লীগের অবদান রয়েছে। বঙ্গবন্ধু এদেশের মানুষ কৃষক শ্রমিকের জন্য বহু নির্যাতন সহ্য করেছেন, জীবনের ১৪টি বছর কারাগারে থেকেছেন। দুই দুইবার ফাঁসির মঞ্চে যেও বাঙালির অধিকার কাছে মাথা নত করেননি।
ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক এর সভাপতিত্বে প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম আফজালুর রহমান বাবু,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সম্মানিত সহ-সভাপতি মমতাজ উদ্দিন মন্তা, এডভোকেট সাদেক খান মিল্কী, মহানগর আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি মোশেদুল আলম জাহাঙ্গীর, মহানগর জাতীয় পাটির সভাপতি জাহাঙ্গীর আলম, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাইদ দীন ইসলাম ফকরুল, বন ও পরিবেশ সম্পাদক মিরন চৌধুরী, বিঙ্জান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল ভিপি রাসেল, সদস্য এডভোকেট ইমদাদুল হক সেলিম, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশরাফ হোসাইন, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনঙুর মোশেদ রাজু, জেলা যুব লীগের সম্মানিত আহবায়ক এডভোকেট আজাহারুল ইসলাম, যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ, সদর উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জেলা স্বেচ্ছাসেবকলীগ সভােতি এডভোকেট এ বি এম নুরুজ্জামান খোকন, জেলা কৃষকলীগের সভাপতি আব্দুর রহিম মিন্টু, নৌকা প্রতিক এর মনোনীত চেয়ারম্যান প্রাথী আলহাজ্ব শাহজাহান সরকার সাজু, সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হবি প্রমুখ। সভায় খন্ড খন্ড মিছিলের মাধ্যমে লোকজন সমবেত হলে জনসভা জনসমুদ্রে পরিণত হয়।