নিউইয়র্কে শহীদ মিনার নির্মাণের দাবি

নিউইয়র্কে শহীদ মিনার নির্মাণের দাবি প্রবাসী বাংলাদেশীদের

নিউইয়র্ক প্রতিনিধি:: যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে শহীদ মিনার নির্মাণের দাবি জানাতে ১৪ ফেব্রুয়ারি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত রাবাব ফাতিমার সাথে সাক্ষাৎ করেন যুক্তরাষ্ট্র সেক্টর কমান্ডারস ফোরামের একটি প্রতিনিধি দল। এ দলে ছিলেন ফোরামের সভাপতি মুক্তিযোদ্ধা রাশেদ আহমেদ, সেক্রেটারি মুক্তিযোদ্ধা রেজাউল বারি, সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আবুল বাশার চুন্নু, নির্বাহী সদস্য মুক্তিযোদ্ধা লাবলু আনসার এবং সাংবাদিক কানু দত্ত। এ সময় মিশনের ফার্স্ট সেক্রেটারি (প্রেস) নূর এলাহি মিনা সেখানে ছিলেন।

এ সময় রাষ্ট্রদূত ফাতিমা জানান, জাতিসংঘের ভেতরে স্থায়ী একটি শহীদ মিনার নির্মাণের চেষ্টা আমরা করছি। কিন্তু নানা জটিলতা রয়েছে। নিউইয়র্কে নিজস্ব ভবনে বাংলাদেশ কন্স্যুলেট স্থাপনের ব্যাপারে সকলেই উদগ্রীব। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নির্দেশ অনুযায়ী পররাষ্ট্রমন্ত্রীও সচেষ্ট রয়েছেন। সকলেই একটি ভবন ক্রয়ের চেষ্টায় রয়েছি।

প্রবাসীরা আশা করছেন,কন্স্যুলেট অফিস স্থাপনের পাশাপাশি সেখানে স্থায়ী শহীদ মিনারও নির্মিত হবে।