ত্রিশাল মুক্ত দিবসে উপজেলা প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

দরিরামপুরে বাস স্টেন্ড  এলাকায় স্থাপিত স্মৃতিসৌধে
দরিরামপুরে বাস স্টেন্ড  এলাকায় স্থাপিত স্মৃতিসৌধে

স্টাফ রিপোর্টারঃঃ ১৯৭১ সালের (৯ডিসেম্বর) এই দিনে মহান স্বাধীনতা সংগ্রামে ময়মনসিংহের ত্রিশালে বীরমুক্তিযোদ্ধারা  পাক হানাদার বাহিনীদের পরাজয় করে ত্রিশালকে মুক্ত করে। দিবসটি যথাযথ মর্যাদায় পালন করতে ত্রিশাল উপজেলা প্রশাসন বুধবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্ত্বর হতে একটি মিছিল বের করে পৌরশহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।

পরে দরিরামপুরে বাস স্টেন্ড  এলাকায় স্থাপিত স্মৃতিসৌধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, “সহকারী কমিশনার (ভূমি) তরিকুল ইসলাম তুষার”, ‘উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান হুমায়ুন কবির আকন্দ”, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাহিদ খান ভোলা”, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মান্নান”, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সেক্টর কমান্ডের নেতা নূরুল ইসলাম মোমিন”, ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফকরুদ্দীন আহমেদ”, ত্রিশাল প্রেসক্লাবের সধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম” ও বীরমুক্তিযোদ্ধা সংগঠনের নেতৃবৃন্দ।