ত্রিশাল বার্তার সম্পাদক এর বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদ সভা, মানব বন্ধনের ঘোষণা

স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের ত্রিশালে বহুল প্রচারিত সাপ্তাহিক ত্রিশাল বার্তার পত্রিকার সম্পাদক ও প্রকাশক শামীম আজাদ আনোয়ারের বিরুদ্ধে হয়রানিমূলক মিথ্যা মামলা করায় ত্রিশাল উপজেলা প্রেসক্লাবের প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

১৬অক্টোবর সন্ধ্যা ক্লাবের সভাপতি এস,এম ফজলে রশীদের সভাপতিত্বে সাধারণ সস্পাদক ফকরুদ্দীন আহমেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, সিনিয়র সহ-সভাপতি এনামুল হক, সহ সভাপতি সারুয়ার জাহান জুয়েল, সাংগঠনিক সম্পাদক আছাদ্জ্জামান পাইলট, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল মালেক, সমাজকল্যাণ সম্পাদক মোমিন তালুকদার, তথ্য সম্পাদক রুবেল আকন্দ।

আরও উপস্থিত ছিলেন ত্রিশাল প্রতিদিন অনলাইন নিউজ পোর্টালের বার্তা সম্পাদক ইমরান হোসেন, দৈনিক আমাদের কন্ঠ পত্রিকার ময়মনসিংহ জেলা প্রতিনিধি কামরুজ্জামান মিনহাজ, ত্রিশাল অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন শামীম। ত্রিশাল প্রতিদিন’র স্টাফ রিপোর্টার মোঃ নাজমুল ইসলাম। উপজেলা প্রেসক্লাবের সদস্য মাহমুদুল হাসান মিন্টু, ফজলুর রহিম, কাজল সরকার, আনোয়ার হোসেন, প্রমুখ।

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জেসমীন সুলতানা বাদী হয়ে ময়মনসিংহের বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট ৩নং আমলী আদালতে যে মামলা দায়ের করেছে যা পিবিআই তদন্তাধিন রয়েছে। এই মামলাটি সম্পুর্ণ হয়রানীমূলক। দূর্নীতিবাজ এই স্যানেটারি ইন্সপেক্টর জেসমিন সুলতানার  দায়েরকৃত মামলাটি দ্রুত প্রত্যাহারের জোর দাবী  জানিয়েছেন।

পরে সভাপতি সমাপনী বক্তব্যে ১৭অক্টোবর মানব বন্দন কর্মসূচি ঘোষণা করে সভা সমাপ্ত করেন।