আরিফ রববানীঃ গরীব,দুঃস্থ হত-দরিদ্রদের জন্য বরাদ্ধ কৃত সরকারী ভাতার কার্ডকে স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত রাখতে উম্মুক্ত পরিবেশে উপযুক্ত ভোক্তভোগীদের মাঝে বিতরণের লক্ষে ত্রিশাল উপজেলার কাঠালে বাছাই কার্যক্রমের আয়োজন করা হয়।
সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমানের দিক-নির্দেশনায় কাঠাল ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন কামালে ব্যবস্থাপনায় ও ইউপি সচিব আবুল কালামের সার্বিক সহযোগিতায় উন্মুক্ত পদ্ধতিতে বয়স্ক ভাতা, স্বামী নিগৃহীতা, বিধবা ভাতা ও অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা যাচাই বাছাই কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ১২ই ফেব্রুয়ারী বইলর ইউনিয়ন পরিষদের পাশ্ববর্তী কাঠাল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে এই কর্মসুচীর কার্যক্রমের উদ্বোধন করা হয় ।
এ সময় উপজেলা সমাজসেবার কর্মকর্তা মাহমুদুল হাসান, ও ইউপি সচিব, সহ ইউপি সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন । উম্মুক্ত পরিবেশে ভাতা বাছাইয়ে উপস্থিত হতে পেরে বর্তমান সরকারের সফল প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা ও ইউপি চেয়ারম্যানের প্রশংসায় মেতে উঠেন ভুক্তভোগী গরীব হত দরিদ্ররা।