খায়রুল আলম রফিক: ময়মনসিংহের ত্রিশালে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ৩য় ধাপে ১২টি ইউনিয়ন পরিষদে (ইউপি) ভোটগ্রহণ ২৮ নভেম্বর রোববার অনুষ্ঠিত হয়েছে। সকাল ০৮টায় ভোট গ্রহন শুরু হয়ে বিরতিহীন বিকেল ০৪টা পর্যন্ত চলে শান্তিপূর্ণ ভাবে। ত্রিশালে নির্বাচনে ০৬ টিতে নৌকা এবং ০৫ টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ।০১ টিতে জটিলতার কারণে স্থগিত রয়েছে ।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, পিপিএম-সেবা সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে সংশ্লিষ্ট ইউনিয়নবাসীকে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন করায় ।
বেসরকারি ফলাফলে-
- ০১নং ধানীখোলা ইউনিয়নে মো:মামুনুর রশিদ সোহেল (নৌকা)
- ০২নং বৈলর ইউনিয়নে খন্দকার মশিউর রহমান শাহানশা (মোটরসাইকেল)
- ০৩নং কাঁঠাল ইউনিয়নে নূরে আলম সিদ্দিকী (আনারস)
- ০৪ নং কানিহারি ইউনিয়নে শহীদুল্লাহ্ মাস্টার (নৌকা)
- ০৫নং রামপুর ইউনিয়নে আপেল মাহমুদ (নৌকা) স্থগিত রয়েছে।
- ০৬ নং ত্রিশাল ইউনিয়নে জাকির হোসেন (নৌকা)
- ০৭নং হরিরামপুরে আবু সাঈদ (চশমা)
- ০৮ নং সাখুয়া ইউনিয়নে মোঃ আব্দুল আজিজ (নৌকা)
- ০৯ নং বালিপাড়া ইউনিয়নে গোলাম মোহাম্মদ বাদল (নৌকা)
- ১০ নং মঠবাড়ীতে জনাব আব্দুল কদ্দুস মন্ডল (আনারস)
- ১১ নং মোক্ষপুর ইউনিয়নে শামসুদ্দিন (আনারস) এবং
- ১২ নং আমিরাবাড়ী ইউনিয়ন,মোঃ হাবিবুর রহমান মাস্টার (নৌকা)মার্কার প্রার্থী চেয়ারম্যান হিসাবে নির্বাচিত হয়েছেন ।
কেন্দ্র পরিদর্শনকালে ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান( পিপিএম-সেবা) বলেন- নজীরবিহীন শান্তিপূর্ণ ভাবে নির্বাচন সম্পন্ন করা আমাদের সবচেয়ে গর্বের বিষয়। সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হয়েছে । বাস্তবায়নে আমরা প্রস্তুত ছিলাম । নির্বাচনে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তিন স্তরের পুলিশি নিরাপত্তা বলয় সৃষ্টি করেছিলাম । এছাড়াও বিজিবি,র্যাব আনসার তিন স্থরে নিরাপত্তা বাহিনী মোতায়েন ছিল । নির্বাহী ম্যাজিস্ট্রেটগণও যথাযথ দায়িত্ব পালন করেছেন ।
ত্রিশাল থানার ওসি মাইনউদ্দিন জানান- উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা, র্যাবের স্ট্রাইকিং ফোর্স, পুলিশের মোবাইল টিম ও স্ট্রাইকিং ফোর্স নিরলসভাবে কাজ করেছেন । আমরা আগেই জানিয়ে দিয়েছিলাম নির্বাচনের দিন কেন্দ্রে কেউ অপ্রতিকর কিছু করলে ছাড় পাবে না। নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ আইন শৃঙ্খলা ও নির্বাচনী আচরণ বিধি মেনে চলতে সবাইকে অনুরোধ করেছিলাম। ভোটাররা যাতে নির্বিঘ্রে ভোট প্রদান করতে পারে তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছিলাম । যথাযথভাবে বাস্তবায়ন করতে পেরেছি । এজন্য ত্রিশালের প্রতিটি ইউনিয়নবাসী এবং সকলকে ধন্যবাদ জানাই ।